বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে কলেজ সভাপতিকে সংবর্ধনা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে কলেজ সভাপতিকে সংবর্ধনা 

সিরাজগঞ্জে সিমলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি মাওলানা শাহিনুর আলমকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সদর উপজেলার শাহানগাছায় অবস্থিত সিমলা ডিগ্রি কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আখিরা জিনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত সভাপতি, সিরাজগঞ্জ জেলা জামায়াতের  আমির মাওলানা  শাহিনুর আলম। বিশেষ অতিথির বক্তব্য  দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলার  সভাপতি  অধ্যাপক শহিদুল ইসলাম। 

সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজের উন্নয়নে এলাকার শিক্ষানুরাগী, ম্যানেজিং কমিটির সদস্যরা, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, ময়দুল আলম মাস্টার, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন, কাজিপুর উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মুনসুর মিলন প্রমুখ। 

টিএইচ